মোঃ মিজানুর রহমান রিপন (কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি) : কিশোরগঞ্জে সুপরিসর রাস্তা যানজটমুক্ত পরিচ্ছন্ন শহর গড়ার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় জেলা শহরের কালীবাড়ি মোড়ে এ কর্মসূচির আয়োজন করে অর্গানাইজেশন অব এনভাইরনমেন্টাল পলূশন প্রিভেনশন প্রোগ্রাম (ওয়েপ), কিশোরগঞ্জ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ওয়েপ’র নির্বাহী পরিচালক মিজানুর রহমান রিপন, পরম এর আহ্বায়ক শরীফ সাদী, নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ ফিরোজ উদ্দিন, কালের নতুন সংবাদ এর সম্পাদক খায়রুল ইসলাম, শুরূক’র নির্বাহী সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ সাইফ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সোহেল রানা, ওয়েপ’র পরিচালক মোঃ তারা মিয়া প্রমূখ।
বক্তারা বলেন, কিশোরগঞ্জ শহরকে যানজটমুক্ত পরিচ্ছন্ন শহর গড়তে হলে ফুটপাতে অবৈধ দোকান পাট বসানো বন্ধ করতে হবে।এছাড়াও মানববন্ধন থেকে রাস্তার দু,পাশ বৃদ্ধি করে দুই লেন রাস্তার ব্যবস্থাসহ সরকারের পরিকল্পনা মাফিক কিশোরগঞ্জ শহরকে একটি আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবে।যানজট নিরসনের স্বার্থে অবৈধ অটোরিকশা বন্ধ করতে হবে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
Leave a Reply