আন্তর্জাতিক ডেস্ক : না-ফেরার দেশে চলে গেলেন দুই বাংলার জনপ্রিয় সাহিত্যিক সমরেশ মজুমদার। সোমবার (৮ মে) স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
শারীরিক অসুস্থতা নিয়ে গত ২৫ এপ্রিল অ্যাপোলো গ্লেনিগলস হাসপাতালে ভর্তি হন সমরেশ মজুমদার। ওইদিন সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সেই থেকে হাসপাতালটির আইসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিলেন ‘কালবেলা’র স্রষ্টা। অবস্থার অবনতি হওয়ায় শেষ তিনদিন তাকে ভেন্টিলেশনেও রাখা হয়েছিল। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছিলেন। কিন্তু শেষরক্ষা হলো না।
শারীরিক অসুস্থতা নিয়ে এর আগেও বিভিন্ন সময় হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই কথাসাহিত্যিক। প্রায় এক দশকের বেশি সময় ধরে ‘ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ’-এ ভুগছিলেন তিনি।
উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, উজান, গঙ্গাসহ একের পর এক কালজয়ী উপন্যাসের স্রষ্ঠা ছিলেন সমরেশ মজুমদার। গোয়েন্দা চরিত্র ‘অর্জুন’র স্রষ্টাও তিনি। ১৯৭৫ সালে প্রকাশিত হয় সমরেশ মজুমদারের প্রথম উপন্যাস ‘দৌড়’। ১৯৮২ সালে আনন্দ পুরস্কার, ১৯৮৪ সালে সাহিত্য একাডেমি পুরস্কার ছাড়াও বঙ্কিম পুরস্কার, আইআইএমএস সম্মাননা পেয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও অন্যতম সেরা লেখক হিসেবে পাঠকের মন জয় করেছেন সমরেশ মজুমদার। তার প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এসেছে দুই বাংলায়।
Leave a Reply