নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি (হবিগঞ্জ) : ৫ম জাতীয় গ্রন্থাগার দিবস সীমিত আকারে উদযাপনের লক্ষ্যে আজ দুপুরে কৃষ্ণকুমারী দেবী গণগ্রন্থাগারের উদ্যোগে, হলিমপুর বিবিয়ানা আদর্শ হাইস্কুল প্রাঙ্গনে শিক্ষার্থীদের নিয়ে বইপাঠ ছড়া/কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হলিমপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি ও বিবিয়ানা আদর্শ উচ্চবিদ্যালয়ের সহপ্রতিষ্টাতা বাবু সুষেন দাশ তালুকদারের সভাপতিত্বে ও গ্রন্থাগারের প্রতিষ্টাতা তুলসী দেবীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট মুরব্বি বাবু গিরীন্দ্র কুমার দাশ, বাবু কানুমণি সরকার (প্রধান শিক্ষক), বিশ্বকল্যাণ মিত্র দাশ (সহকারী শিক্ষক), বাবু রিতিশ দাশ (সহকারী শিক্ষক), ডাঃ উৎফল দেবনাথ (সভাপতি, কৃষ্ণকুমারী দেবী গণগ্রন্থাগার) এবং গ্রন্থাগারের তথ্য সম্পাদক তরুণ নক্ষত্র অর্জুন দেবনাথ। উক্ত অনুষ্ঠানের সূচনালগ্নে গীতা শ্লোক পাঠ করেন অর্ঘ দেবনাথ। অনুষ্টান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের করা হয়।
Leave a Reply