স্টাফ রিপোর্টার : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ‘গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গণভবন প্রান্ত থেকে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গণগ্রন্থাগার অধিদপ্তরের প্রকল্পসহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আরো ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ১টি সমাপ্ত প্রকল্পের শুভ উদ্বোধন করেন।
বাংলাদেশ জাতীয় জাদুঘর এর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। মঞ্চে অন্যান্যদের উপস্থিত ছিলেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুবকর সিদ্দিক।
উল্লেখ্য, অনুষ্ঠানে ‘গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ’, ‘ঐতিহাসিক রোজ গার্ডেন এর প্রত্নতাত্ত্বিক সংস্কার-সংরক্ষণ ও ঢাকা মহানগর জাদুঘর স্থাপন’,’ঢাকাস্থ নজরুল ইনস্টিটিউটের নতুন ভবন নির্মাণ এবং ঢাকা, ময়মনসিংহ ও কুমিল্লায় বিদ্যমান ভবনের রিনোভেশন’, ‘রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শিল্পকলা একাডেমি ও আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্র, মিঠামইন, কিশোরগঞ্জ’, ‘মুক্তাগাছা সাংস্কৃতিক কেন্দ্র’ ও জাপানের সহযোগিতায় ‘চিলড্রেন লাইব্রেরি’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ‘বাংলাদেশ কপিরাইট ভবন নির্মাণ’ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়।
Leave a Reply