উজ্জ্বল কান্তি দাশ (হবিগঞ্জ জেলা প্রতিনিধি) ও ধর্মমণি চাকমা (রাঙ্গামাটি জেলা প্রতিনিধি) : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত চার দিন ব্যাপী বেসরকারি গ্রন্থাগারের গ্রন্থাগারিকদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ আজ সকালে জাতীয় গ্রন্থকেন্দ্রের সেমিনার হলে উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর।
জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থকেন্দ্রের উপ-পরিচালক সুহিতা সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা ও কোর্স পরিচিতি তুলে ধরেন জাতীয় গ্রন্থকেন্দ্রের গ্রন্থাগারিক ফরিদ উদ্দিন সরকার। প্রশিক্ষণে দেশের বিভিন্ন প্রান্থ থেকে ৫৭ জন বেসরকারি গণগ্রন্থাগারের প্রতিনিধি অংশগ্রহণ করেন।
Leave a Reply