স্টাফ রিপোর্টার : কবি জীবনানন্দ দাশ স্মরণে জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে আজ নির্বাচিত কবিতা সমূহ পাঠ ও আবৃত্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়। আবৃত্তি কার্যক্রমে সারাদেশের ২৮টি বেসরকারি গ্রন্থাগার অংশগ্রহণ করে। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুরের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মোহাম্মদ ইনামুল হকের সঞ্চালনায় অংশগ্রহণকারীদের মূল্যায়নে বিচারক মণ্ডলীর দায়িত্ব পালন করেন- প্রাবন্ধিক ও কবি অধ্যাপক ড. মাসুদুজ্জামান, একুশে পদকপ্রাপ্ত কবি রূপা চক্রবর্তী, কথাসাহিত্যিক ও মনোশিক্ষাবিদ অধ্যাপক ডাঃ মোহিত কামাল।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মূল্যায়ন শেষে ৬জন (যৌথভাবে দু’জন ৫ম হওয়ায়) পাঠক-শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার, সনদপত্র ও বই এবং অবশিষ্ট অংশগ্রহণকারী সকলকে একটি করে বই ও সনদপত্র প্রদান করা হয়।
Leave a Reply