স্টাফ রিপোর্টার : ভবিষ্যৎ প্রজন্মকে বইমুখী করতে জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এক মুক্ত আলোচনার আয়োজন করা হয়। আজকের আলোচনার বিষয়বস্তু ছিল ‘পাঠক সৃষ্টিতে কার কি করনীয়’।
জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাহিত্যিক ও কালি ও কলম পত্রিকার সম্পাদক সুব্রত বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুব্রত ভৌমিক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুবকর সিদ্দিক, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি ফারুক মাহমুদ, প্রকাশনা প্রতিষ্ঠান ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মহিউদ্দিন, বিশিষ্ট কবি ও সাহিত্যিক জনাব ঝর্না রহমান, বাংলা একাডেমির পরিচালক মোবারক হোসেন, ভাষাচিত্র প্রকাশনা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী খন্দকার মনিরুল ইসলাম, দৈনিক প্রথম আলোর বার্তা সম্পাদক মোঃ আলিম উজ জামান, বিশিষ্ট সাহিত্যিক মতিন রায়হান, ফরীদ কবির, কবি তুষার দাস, কবি সাকিরা পারভীন, প্রতিধ্বনি অনলাইন পত্রিকার সম্পাদক সাখাওয়াত টিপু, ঢাকাস্থ বিভিন্ন বেসরকারি পাঠাগার সভাপতি/সাধারণ সম্পাদক, প্রতিনিধিবৃন্দসহ আরো অনেকেই। উপস্থিত সকলেই বর্তমান প্রেক্ষাপটে ভবিষ্যৎ প্রজন্মকে বইমুখী করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
Leave a Reply