স্টাফ রিপোর্টার : জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে আয়োজিত বেসরকারি গ্রন্থাগারের গ্রন্থাগারিক/গ্রন্থাগার প্রতিনিধিদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক চারদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয় আজ। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুরের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় গ্রন্থকেন্দ্র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান খলিল আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার এবং সঞ্চালনায় ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ ইনামুল হক।
চারদিনব্যাপী এই প্রশিক্ষণের প্রথমদিনে সেশনগুলো পরিচালনা করেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপপরিচালক কনক মনিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এম. নাসির উদ্দিন মুন্সী, অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক, জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) মো: মনিরুজ্জামান ফকির, উপগ্রন্থাগারিক মোঃ রাসেল রানা প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় সারাদেশের ৬০ জন বেসরকারি গ্রন্থাগারের প্রতিনিধি অংশ নিয়েছেন।
Leave a Reply