স্টাফ রিপোর্টার : জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে রাজধানীর গেন্ডারিয়ার সীমান্ত গ্রন্থাগারে ৭৬ জন শিশু কিশোরকে বই উপহার এর মাধ্যমে আনুষ্ঠানিক অনুষ্ঠান শুরু হয়। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কবি কামাল চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অসীম কুমার দে, শুভেচ্ছা বক্তব্য দেন বেসরকারি পাঠাগারের প্রতিনিধি মোঃ শাহানেওয়াজ স্বাগত বক্তব্য রাখেন সীমান্ত গ্রন্থাগারের সাধারণ সম্পাদক কাজী সুলতান আহমেদ টোকন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই থেকে পাঠপ্রতিক্রিয়া অংশ নেন সীমান্ত গ্রন্থাগারের পাঠক, সীমান্ত গ্রন্থাগার ও কামাল স্মৃতি পাঠাগারের শিশু-কিশোর কবিতা, গান, নৃত্যের মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়।
পুরো আয়োজনে সঞ্চালনায় ছিলেন মানজার চৌধুরী সুইট। ঢাকা মহানগরের ২০ টি পাঠাগারের প্রতিনিধিরা এই আয়োজনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের গ্রন্থাগারিক ফরিদ উদ্দিন আহমেদ।
Leave a Reply