স্টাফ রিপোর্টার : ‘গ্রন্থাগারে বই পড়ি/স্মার্ট বাংলাদেশ গড়ি’- এই প্রতিপাদ্যে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে দনিয়া পাঠাগার গতকাল আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের নিয়ে জ্ঞান অর্জনে সৃজনশীল বইপাঠ ও গ্রন্থাগারের ভূমিকা নিয়ে আলোচনা ও শোভাযাত্রার আয়োজন করে। দনিয়া পাঠাগারের সহ সভাপতি এডভোকেট ওবায়দুর রহমান মিলন এর সভাপতিত্বে আলোচনা করেন- আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা হাসানুজ্জামান মাসউদ, দনিয়া সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এইচ আর অনিক ,দনিয়া পাঠাগারের আজীবন সদস্য জামাল উদ্দিন পাটোয়ারী, আব্দুর রহিম, মাসুদ, পাঠাগারের দপ্তর সম্পাদক রাজিব, ফাইয়াজ সহ অনেকে । ৩০০ শিক্ষার্থী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে সকলকে দনিয়া পাঠাগার পরিদর্শন করানো হয় এবং পাঠক সদস্য হওয়ার জন্য অনুপ্রাণিত করা হয়।
Leave a Reply