স্টাফ রিপোর্টার : দেশের গ্রামীণ জনপদের সচল ছয়টি পাঠাগারের জন্য খুলনা জেলার ঐতিহ্যবাহী বেসরকারি গণগ্রন্থাগার অনির্বাণ লাইব্রেরির পক্ষ থেকে এক লক্ষ টাকার বই উপহার পাঠানো হয়েছে। পুলিশের ডিআইজি ও অনির্বাণ লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক অনির্বাণ লাইব্রেরির গ্রুপে কিছু দিন আগে দেশের সচল পাঠাগারের নাম চেয়ে পোস্ট করেন। পোস্টের পরিপ্রেক্ষিতে অনেক পাঠাগার আবেদন করলে যাচাই বাছাই করে নিম্নোক্ত ছয়টি পাঠাগারকে নির্বাচিত করে গতকাল রাতে পাঠাগারের ঠিকানায় বই পাঠানো হয়।
১. লোকগবেষক হামিদুর রহমান পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র, গ্রাম: শুনই (দশভাগিয়া), ডাকঘর: শুনই (বড়বাড়ি), উপজেলা: আটপাড়া, জেলা: নেত্রকোণা-২৪৭০, ২.নাম: সমাজ সেবা সংঘ গণপাঠাগার, গ্রাম: মাহমুদাবাদ (নীলকুঠি), পোস্ট অফিস: মুছাপুর পাগলাবাজার, থানা: রায়পুরা, জেলা :নরসিংদী, ৩. অগ্রগামী গণ পাঠাগার, নালমুখ বাজার, চুনারুঘাট, হবিগঞ্জ, ৪. মাতৃভাষা গণগ্রন্থাগার, কালুহুদা, মহেশপুর, ঝিনাইদহ, ৫. বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার, গ্রাম : মুক্তাহার, ডাক : নবীগঞ্জ-৩৩৭০, উপজেলা : নবীগঞ্জ, জেলা : হবিগঞ্জ, ৬. এসএফএ পাবলিক লাইব্রেরি, গ্রাম: চামনায়, পোস্ট: আল্লারদর্গা, উপজেলা: দৌলতপুর, জেলা: কুষ্টিয়া।
Leave a Reply