স্টাফ রিপোর্টার : সমসাময়িক কিছু বিষয়বস্তু নিয়ে সৃষ্টি হয়েছে গল্পগ্রন্থ বিচিত্র বিচরণ। এখানে ফুটে উঠেছে বাস্তব জীবনের কিছু চিত্র। প্রতিটি গল্পই আমাদেরকে সচেতন হতে সাহায্য করবে। বেশিরভাগ গল্পই সত্য ঘটনা অবলম্বনে লেখা। জীবনে চলার পথ কতটা বিচিত্র হতে পারে সেটি ফুটে উঠেছে বিচিত্র বিচরণের বিচিত্র গল্পগুলোতে।
সামজিক, থ্রিলার, এডভেঞ্চার, হররসহ বেশ কিছু গল্প রয়েছে বইটিতে। জীবন যে শুধুমাত্র আবেগের তাড়নায় পরিচালিত হয়না সেটি আমার স্পষ্টভাবে বুঝতে সক্ষম হবো। কষ্টে তীব্রভাবে ভেঙে পড়ে আবার উঠে দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার গল্প আমরা খুঁজে পাবো এখানে। “যেমন কর্ম, তেমন ফল” প্রচলিত এ বাংলা প্রবাদটির প্রতিফলন আমরা খুঁজে পাবো বইটিতে। সময়ের আপেক্ষিকতাকে খুঁজে পাবো কোনো এক গল্পে। আমরা বইটিতে যেমন দেখা পাবো কিছু সাহসী নারীর, তেমনি দেখা পাবো কিছু এডভেঞ্চার পিপাসু তরুণের। কিছু গল্প আমাদের চোখে জল এনে দিবে, কিছু গল্প আমাদেরকে স্বস্তি দিবে। আবার কিছু গল্প আমাদেরকে পুরাতন কিছু ধ্যানধারণা নিয়ে নতুন করে ভাবাবে। কিছু গল্পের কাহিনী নেগেটিভ হলেও সেখানে পজেটিভ ম্যাসেজ রয়েছে। আমাদেরকে শুধু ম্যাসেজটি ঠিক মতো বুঝতে হবে।
গত ২৯ ডিসেম্বর ২০২১ তারিখে প্রকাশিত হয় অংকুর রায় অনিকের গল্পগ্রন্থ বিচিত্র বিচরণ। প্রকাশিত হওয়ার তিনদিনের মধ্যে বইটির মজুদ শেষ হয়ে যায়। পাঠক সমাজে বেশ সমাদৃত হচ্ছে বইটি। অমর একুশে গ্রন্থমেলা ২০২২ কে সামনে রেখে শীঘ্রই বিচিত্র বিচরণ এর দ্বিতীয় মুদ্রণ প্রকাশিত হবে।
Leave a Reply