রামকৃষ্ণ তালুকদার (আজমিরীগঞ্জ উপজেলা প্রতিনিধি, হবিগঞ্জ) : আজমিরীগঞ্জ উপজেলার ২নং বদলপুর ইউনিয়নে আজ পাহাড় পুর ফুটবল খেলার মাঠে বঙ্গবন্ধু গোল্ড কাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ২নং বদলপুর ইউনিয়নের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান সুষেনজিৎ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুরেন্দ্র চন্দ্র সরকার (কমান্ডার ২নং বদল পুর ইউনিয় শাখা) হাসিবুল ইসলাম সহ-উপজেলা শিক্ষা অফিসার। ভাস্কর জোতি দাস সহ সভাপতি ২নং বদলপুর ইউনিয়ন আওয়ামীলীগ। আব্দুস সালাম ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা। নজরুল ইসলাম সাধারণ সম্পাদক সহ- শিক্ষক সমিতি আজমিরীগঞ্জ উপজেলা শাখা। অরুণ কুমার তালুকদার সভাপতি ২নং বদলপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ ও বর্তমান মেম্বার। আহ্বায়ক মঙ্গল চরন দাস (প্রধান শিক্ষক কাটাকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়)।
উক্ত খেলা পরিচালনায় ছিলেন বাবু রাজকুমার দাস(সহঃশি) পূর্ব পিটুয়ার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়,পূর্ব কালনী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে (২-১) গোলে পরাজিত করে বঙ্গবন্ধু গোল্ড কাপ অর্জন করে। অপর দিকে বদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে(১-০) গোলে পরাজিত করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ অর্জন করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগেন্দ্র চন্দ্র দাস (প্রঃশি) নান্টু পুরকায়স্থ (প্রঃশি) সুজিত চৌধুরী, (সঃশি) নিকেশ চন্দ্র দাস (সঃশি) স্বপ্নন কুমার দাস সঃশি, হেলেনা রানী দাস (প্রঃশি),ঝুমা রানী দাস( প্রঃশি) সোনালি রানী দাস সঃশি, পপি সরকার সহঃশি এছাড়া উপস্থিত অএ এলাকা থেকে আগত দর্শকবৃন্দ।
Leave a Reply