চাইহ্লাউ মারমা (খাগড়াছড়ি প্রতিনিধি) : খাগড়াছড়ি মহালছড়ি উপজেলায় মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভ্রাম্যমাণ লাইব্রেরি উদ্যোগে কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ১১টা ঘটিকায় স্কুল হলরুমে এই কবিতা আবৃত্তি আয়োজন করা হয়।
এতে ১০ জন শিক্ষার্থী কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। পরে সাজেদা আক্তারকে ১ম স্থান, সুনীতা মারমাকে ২য় স্থান ও তানজিনা আক্তারকে ৩য় স্থান হিসেবে ফলাফল ঘোষণা করা হয়।
কবিতা আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক বৃন্দা মজুমদার, প্রতিষ্ঠানের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের সহকারী শিক্ষক চাইহ্লাউ মারমা, খাগড়াছড়ি ইউনিট ভ্রাম্যমাণ লাইব্রেরির কর্মকর্তা প্রসন্ন রায় এবং স্কুল গ্রন্থাগার কমিটির সভাপতি আসমা আক্তার প্রমুখ।
লাইব্রেরি কর্মকর্তা বলেন, শিক্ষার্থীদের বিকশিত করার লক্ষ্য প্রতি মাসে আমাদের ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই মাসে আরো নৃত্য প্রতিযোগীতা করার আশ্বাস দেন। শেষে ৩জন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
Leave a Reply