চাইহ্লাউ মারমা (খাগড়াছড়ি প্রতিনিধি) : আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতির শিশু দিবস উপলক্ষে মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টা ঘটিকায় স্কুল হলরুমে এই আয়োজন করা হয়।
সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে শিক্ষার্থীদের মিয়া ভাইয়ের ছবি প্রদর্শন ও বঙ্গবন্ধু জন্মবার্ষিকী উপর রচনা প্রতিযোগীতা করা হয়।
অনুষ্ঠানের এক আলোচনা সভায় মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্টু চাকমা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক বিমলেন্দু চাকমা, সহকারী শিক্ষক প্রতুল চাকমা ও গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের শিক্ষক চাইহ্লাউ মারমা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের এসএসসির পরীক্ষার্থী সবিতা চাকমা ও মেছাইনু মারমা।
শেষে ক ও খ গ্রুপে মোট ৬ জন শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ করা হয়।
Leave a Reply