প্রেস বিজ্ঞপ্তি : মহান মুক্তিযুদ্ধের সময় থেকে অদ্যাবধি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ও অর্থনৈতিক উন্নয়নের বিরুদ্ধে এক গভীর চক্রান্ত লিপ্ত। তারা তথাকথিত গণতন্ত্র ও মানবাধিকারের নাম করে স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত জঙ্গিদের পেছনেও মদদ দিয়ে মুক্তিযুদ্ধ পরিচালনাকারী নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে দেশকে একটা গৃহযুদ্ধের মধ্যে নিক্ষেপ করে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে চাচ্ছে। কিন্তু আমরা দেশের বীর মুক্তিযোদ্ধারা আমাদেরই ত্যাগ ও বীরত্বে অর্জিত দেশকে ধ্বংস হতে দিতে পারি না। বঙ্গবন্ধু-কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব প্রবহমান ও স্বাধীনতাকে সমুন্নত রাখার লক্ষ্যে আমরাও প্রস্তুত। এবং এ লক্ষ্যে যথাসময়ে যথাযোগ্য কর্মসূচি নিয়ে আমরা মুক্তিযোদ্ধারা মাঠে অবস্থান করবো।
আজ শনিবার ৮ জুলাই একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক সভায় উপরোক্ত প্রত্যয় ব্যক্ত করা হয়। সংগঠনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লেখক গবেষক আবীর আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্য। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন হেলাল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জুলকারনাইন ডালিম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লেখক গবেষক আশরাফ এ খলিফা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলী আহমেদ, অর্থসচিব বীর মুক্তিযোদ্ধা এনামুল হক রেণু, প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন সরকার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কে এম হাফিজুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট জহিরুল আলম বাবর, সমাজকল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেখারাণী গুণ, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গাজী মিজানুর রহমান, কার্যকরি সদস্য বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা তৌসিফুল বারী খান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন সরদার, বীর মুক্তিযোদ্ধা রমিজউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এসএম আবদুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদ আকন্দ। সভায় বীর মুক্তিযোদ্ধা হাশেম আলী স্বাস্থ্যগত কারণে নির্বাহী কমিটির সহ-,সভাপতির পদ থেকে পদত্যাগ করায় তাকে অব্যাহতি প্রদান করে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলী আহমেদকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়।
সভায় আগামী শনিবার ১৫ জুলাই বিকেল ৩টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের পারস্পরিক পরিচিতি সভাসহ সংগঠনের কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় আরো কিছু সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply