স্টাফ রিপোর্টার : ইউকে বাংলা রিপোর্টাস ইউনিটির সদ্য সাবেক প্রেসিডেন্ট, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক জেনারেল সেক্রেটারী, বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন ইংল্যান্ড এর প্রেসিডেন্ট, বরেণ্য লেখক ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক মতিয়ার চৌধুরীকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ কর্তৃক স্মারক সম্মাননা প্রদান করা হয়। আজ বিকেলে তিনি ঐতিহ্যবাহী এই গ্রন্থাগার পরিদর্শনে আসেন। গ্রন্থাগারে তাঁকে স্বাগত জানান গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা রত্নদীপ দাস রাজু। এসময় মতিয়ার চৌধুরী গ্রন্থাগারের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে বলেন- বর্তমানে স্মার্ট ফোনের প্রতি তরুনরা যেভাবে আসক্ত হচ্ছে তা আমাদের জন্য মোটেও শুভকর নয়। তরুনদের বইপড়া ও গ্রন্থাগার মুখী করনই এই বদঅভ্যেস থেকে মুক্তি দিতে পারে। এবিষয়ে অবিভাবক ও সমাজের সচেতন নাগরিকদের কাজ করতে হবে। গ্রন্থাগার একটি এলাকার চিত্রকে পাল্টে দিতে পারে। ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ যেভাবে সাধারণ মানুষকে বই পাঠে উৎসাহিত করে পাঠক সৃষ্টির লক্ষ্যে কাজে করে যাচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি এই গ্রন্থাগারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব আমি করবো।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গ্রন্থাগারের পাঠক প্লাবন দাশ রিপন, জয় দাশ, প্রতীক দাশ, পার্থ দাশ, প্রান্ত দাশ, নিজু দাশ, দ্বীপ শেখড় দাশ, শাওন দাশ, সাম্য দাশ প্রমুখ।
Leave a Reply