স্টাফ রিপোর্টার : কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর মনির আহমদ উচ্চ বিদ্যালয়ে আনন্দ ও উদ্দীপনায় কেক কেটে, মহান নেতা শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। এছাড়াও সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালী, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক ছড়া,কবিতা, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, দেয়ালিকা তৈরি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। প্রতিযোগিতা শেষে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোঃ দেলোয়ার হোসেন সরকার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুর রহমান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া।
আরো উপস্থিত ছিলেন অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয। অতঃপর ধর্মীয় শিক্ষক জনাব আব্দুর রহমান শামীম, বঙ্গবন্ধু ও তার পরিবারসহ সকল কবরবাসীর জন্য দোয়া করা হয়। সর্বশেষে বিদ্যালযের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ আব্দুর রহমান উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2025 পাঠাগার বার্তা. All rights reserved.