স্টাফ রিপোর্টার (আরিফুর রহমান আরিফ) : উত্তরণ পাঠাগারের নিয়মিত সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে উত্তরণ গঠনতন্ত্রের ১২(১) ধারা মোতাবেক সদস্যদের মধ্যে যাদের সদস্য চাঁদা ছয় মাসের অধিক সময় ধরে বকেয়া রয়েছে তাদের সদস্যপদ স্থগিত করা হয়। এছাড়া উত্তরণের ইমেইল /হোয়াটসঅ্যাপে প্রেরিত বার্তাসমূহ অফিসিয়াল বার্তা হিসাবে গন্য করার সিদ্ধান্ত নেয়া হয় এ বৈঠকে।
গতকাল অনুষ্ঠিত সাংগঠনিক বৈঠকে সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাকিবুজ্জামান এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন স্থায়ী পরিষদ সদস্য আরিফুর রহমান আরিফ, সাজেদুল ইসলাম আকাশ, সাধারণ সম্পাদক শাখিফুজ্জামান, অর্থ সম্পাদক সাজ্জাদ হোসাইন সাগর, শিক্ষা সম্পাদক সুজন বসুনিয়া, প্রচার সম্পাদক রিফাত সরকার, সদস্য রাকিব হাসান নিরব, গোলাম রাব্বানী সাগর, আরিফুল ইসলাম, মুজতাহিদ হাসান রাফি, শাহরিয়ার মুন্না,লিমন ইসলাম, সুষম সরকার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2025 পাঠাগার বার্তা. All rights reserved.