নাঈম ইসলাম বাঙালি (তাড়াইল উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ): বৃত্তকলা একাডেমি প্রকাশনীর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক মিলন মেলা, কবিতা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১লা মার্চ শুক্রবার বিকেলে নান্দাইল উপজেলার সুরাটি বাজার সংলগ্ন বাতুয়াদী গ্রামে ওই অনুষ্ঠান হয়।
কবি মো: জবায়দুল হক জাবেদ এর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন কবি,সংগঠক ও সাংবাদিক এ এম ফিরোজ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কবি, কথাসাহিত্যিক ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন পিটিআই ইন্সট্রাক্টর কবি রাকিব হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১২ নং জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মন্ডল, ইউপি সদস্য সোহরাব উদ্দিন মেম্বার, রসুলপুর গনপাঠাগারের প্রতিষ্টাতা পরিচালক কবি হৃদয় হাসান মোস্তাফিজ, কবি নাঈম ইসলাম বাঙালি, কবি মামুন বিন হারুন, কবি ওসমান সিরাজী, কবি মাসুদ হাসান প্রমুখ।
বৃত্তকলা একাডেমি প্রকাশনীর কর্ণধার কবি ও কথাসাহিত্যিক আব্দুল্লাহ আল মাহদী এর ব্যবস্থাপনায় অনুষ্ঠান পরিচালনা করেন কবি মাহবুবুল আলম। এসময় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কবি সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন।
আগত উপস্থিত সকল কবিরা তাদের স্বরচিত কবিতা আবৃতি করেন এবং অতিথিদের কে উত্তরীয় ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা শেষে রাতব্যাপী বাউল গানের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2025 পাঠাগার বার্তা. All rights reserved.