হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জে বাউল সাধক শাহ্ আবদুল করিমের ১৩ তম প্রয়াণবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের টাউন হল রোডস্থ খোয়াই থিয়েটারে এক আলেচনা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। ‘করিম ভক্তবৃন্দ’র আয়োজনে অনুষ্ঠিত আলোচনা পর্বে অংশ নেন কবি বাদল কৃষ্ণ বণিক, অপু চৌধুরী, ‘গণমানুষের মরমিয়া কবি শাহ্ আবদুল করিম’ শীর্ষক তথ্যচিত্রের নির্মাতা তোফাজ্জল সোহেল, সাহিত্য ও নাট্যকর্মী সিদ্দিকী হারুন, প্রগতি লেখক সংঘ জেলা শাখার সদস্য সচিব তানসেন আমীন, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খাঁ, সাবেক সাধারণ সম্পাদক পার্থ সারথি রায়, সংস্কৃতিকর্মী রাজা স্মরণ ভট্টাচার্য, নাট্যকর্মী সুবাস ঠাকুর প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন শাহ্ আবদুল করিমের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘রঙের দুনিয়া’র পরিচালক মোক্তাদির ইবনে ছালাম।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সৈয়দ কাওছার, রুমন, ইয়াছিন খাঁ, জুবায়েদ হোসেন, সুকান্ত গোপ, রাজন দাস, লাভলু দাস, প্রমথ সরকার, আশিক সুলতান প্রমুখ। বক্তারা শাহ্ আবদুল করিমের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ও তাঁর লিখিত সংগীতসমূহের ভাব ও দর্শনের বহুল প্রচার কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2025 পাঠাগার বার্তা. All rights reserved.