1. admin@pathagarbarta.com : admin :
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পোয়েটস ক্লাবের দুইদিনব্যাপী সাহিত্য পর্যটন মিশন মহেশখালী কক্সবাজার ৮ ও ৯ নভেম্বর নবীগঞ্জে শারদ সংকলন ‘আনন্দময়ীর আগমনে’ প্রকাশিত স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগারের উদ্যোগে পাঠ প্রতিক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত সৌম্যেন অধিকারীর কণ্ঠে রাণী দ্বিতীয় এলিজাবেথ স্মরণে প্রথম বাংলা গান মিডল্যান্ডস সাহিত্য ও সংস্কৃতি পরিষদ ইউকে সভায় বার্মিংহামে বিজয় দিবস পালনের সিদ্ধান্ত লেখা আহবান ইউকের বাংলা রিপোর্টার্স ইউনিটির সভা অনুষ্ঠিত “রাষ্ট্র সংস্কারে পাঠাগারের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত “রাষ্ট্র সংস্কারে পাঠাগারের ভূমিকা” শীর্ষক সেমিনার লন্ডনে আনন্দ ও উৎসবে দ্বাদশ বাংলাদেশ বইমেলা এবং সাহিত্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

কিশোরগঞ্জে অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মতিন স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৬৭ বার পঠিত

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : ‘অধ্যক্ষ আবদুল মতিন ছিলেন সত্য উচ্চারণে নির্ভীক একজন মুক্তিযোদ্ধা,সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেয়া এক আলোকিত শিক্ষাবিদ। অসংখ্য সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে সমাজকে প্রগতির পথে নিয়ে গিয়েছেন এই প্রগতিশীল রাজনীতিবিদ’। ভৈরবের কৃতীসন্তান,বরেণ্য শিক্ষাবিদ, প্রগতিশীল রাজনীতিবিদ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মতিন স্মরণে নাগরিক শোকসভায় বক্তারা এই কথা বলেন।

গতকাল সকাল ১১টায় ভৈরব জিল্লুর রহমান পৌর মিলনায়তনে নাগরিক শোকসভা বাস্তবায়ন কমিটির আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। নাগরিক শোক সভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অধ্যক্ষ শরীফ আহমেদ এর সঞ্চালনায় ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনুর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন মরহুমের বড় জামাতা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবদুর রউফ,কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সাবেক সংসদ সদস্য লেখক মো. শফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. হেলাল, ভৈরব পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ, ভৈরব পৌরসভার সাবেক মেয়র হাজী মো. শাহীন, ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, মরহুমের জ্যেষ্ঠ কন্যা শারমিন মতিন মিতু, একমাত্র পুত্র তারেক মাহমুদ মতিন, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ মো. আবু হানিফা, রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ফিরোজুর রহমান মোল্লা,ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, ভৈরব হাজী আসমত সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ ক মোবারক আলী, রায়পুরা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আফজাল হোসাইন, ভৈরব পৌর আওয়ামী লীগ সভাপতি ও নিরাপদ সড়ক চাই সভাপতি এস.এম বাকী বিল্লাহ, ভৈরব মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, কালীপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মো. ফজলুল হক, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের সম্মানে ভূষিত লেখক মো. শরীফ হোসেন, হাজী আসমত সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ভৈরব শাখার সাধারণ সম্পাদক আব্দুস সবুর, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, কবি ও লেখক প্রভাষক মো. মহসিন খন্দকার, গণফোরাম,ভৈরব শাখার সভাপতি আব্দুল হাকিম ও রফিকুল ইসলাম মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মাহিয়া রহমান তৃপ্তি।বক্তারা মরহুম অধ্যক্ষ আব্দুল মতিনের বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর আলোকপাত করে বলেন, তিঁনি ছিলেন ভৈরবের একজন মননশীল শিক্ষাবিদ, প্রগতিশীল রাজনীতিবিদ, মানবাধিকার প্রতিষ্ঠায় একজন নিবেদিত সমাজকর্মী , মুক্তচিন্তার ধারক,ত্যাগী মুক্তিযোদ্ধা, সৎ, নির্লোভ,ন্যায়পরায়ন ও মানবিক মানুষ। বক্তারা আরো বলেন, কালীপুর গ্রামসহ ভৈরবের শিক্ষাব্যবস্থা ও সামাজিক উন্নয়নে তাঁর ভূমিকা অনস্বীকার্য।মরহুমের মত মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারলেই তাঁর প্রতি সঠিক শ্রদ্ধা জানানো সম্ভব হবে।

আলোচনা সভাশেষে মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মরহুমের সহধর্মিনী সামসুন্নার মতিন, পরিবারের অন্যান্য সদসবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী, সাংবাদিক, লেখক, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন তরুণ সমাজকর্মী ও রাজনীতিক বশীর আহমেদ বিপ্লব,সাংবাদিক কাজী মাসুম,লেখক ও গবেষক মুহম্মদ ফজলুল হক,প্রভাষক সজল কুমার দেব, মফিজুল ইসলাম মাহফুজ,সমাজকর্মী রিপন আজাদ,মানিক চৌধুরী,শফিকুল ইসলাম সোহাগসহ শোকসভা বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!