1. admin@pathagarbarta.com : admin :
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পোয়েটস ক্লাবের দুইদিনব্যাপী সাহিত্য পর্যটন মিশন মহেশখালী কক্সবাজার ৮ ও ৯ নভেম্বর নবীগঞ্জে শারদ সংকলন ‘আনন্দময়ীর আগমনে’ প্রকাশিত স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগারের উদ্যোগে পাঠ প্রতিক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত সৌম্যেন অধিকারীর কণ্ঠে রাণী দ্বিতীয় এলিজাবেথ স্মরণে প্রথম বাংলা গান মিডল্যান্ডস সাহিত্য ও সংস্কৃতি পরিষদ ইউকে সভায় বার্মিংহামে বিজয় দিবস পালনের সিদ্ধান্ত লেখা আহবান ইউকের বাংলা রিপোর্টার্স ইউনিটির সভা অনুষ্ঠিত “রাষ্ট্র সংস্কারে পাঠাগারের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত “রাষ্ট্র সংস্কারে পাঠাগারের ভূমিকা” শীর্ষক সেমিনার লন্ডনে আনন্দ ও উৎসবে দ্বাদশ বাংলাদেশ বইমেলা এবং সাহিত্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

চ্যানেল আই সেরাকণ্ঠের সুপার রাউন্ডে সিলেটের তৃষা

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৭৩ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : সংগীতের সেরামঞ্চ চ্যানেল আই-তে শুরু হওয়া ইজাজ খান স্বপন এর পরিচালনায় গানের সবচেয়ে বড় রিয়েলিটি শো এর ৭ম আসর সেরাকণ্ঠ-২০২৩ এর সুপার রাউন্ডে জায়গা করে নিয়েছেন সিলেটের মেয়ে তৃষা দাশ।

এবারের আসরে সিলেট বিভাগ থেকে একমাত্র তৃষা দাশ পরবর্তী সুপার রাউন্তে পৌঁছেছেন। তৃষা দাশ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের প্রভাংশু দাশের মেয়ে। বর্তমানে তৃষা দাশ সিলেটে বসবাস করেন।

তার গানের প্রথম হাতেখড়ি হয় স্বর্গীয় ওস্তাদ বিমলেন্দু দাস পুরকায়স্থ’র কাছে। এছাড়াও তিনি অনেক ওস্তাদের সান্নিধ্যে তালিম নিয়েছেন। তিনি সিলেট জেলা শিল্পকলা একাডেমির ১ম বর্ষের ছাত্রী এবং বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের একজন নিয়মিত শিল্পী।

সেরাকণ্ঠ-২০২৩ সিজন-৭ এ গত ১১ আগস্ট শুক্রবার এর সুপার রাউন্ডের ফলাফল রাউন্ডে প্রধান বিচারক কিংবদন্তী শিল্পী রুনা লায়লার হাত থেকে মেডেল গ্রহণ করেন তৃষা। যা সিলেটবাসীর জন্য অতি গর্বের বিষয়। বিচারক হিসেবে আরও ছিলেন বরেণ্য রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী। ইতোমধ্যে তৃষা অসাধারণ গায়কী দিয়ে বিচারকসহ শ্রোতাদের মন জয় করে নিয়েছেন।

গত ২১ জুলাই শুক্রবার ৭টা ৫০ মিনিটে চ্যানেল আই-য়ে তৃষার কন্ঠে রবীন্দ্রসংগীত ‘মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না’ গানটি শ্রোতাদের মন কেড়েছে। এছাড়াও গান গাওয়ার পাশাপাশি গান লিখতে ও সুর করতে পারেন। ঐ দিন তৃষার নিজের লেখা ও সুর করা গান গেয়ে বিচারকসহ শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন।

তৃষা বলেন, তিনি তার গানের মাধ্যমে দেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে চান। তাছাড়াও তিনি চান সেরাকণ্ঠের সর্ব্বোচ্চ শিখরে পৌছতে। তার জন্য সবার দোয়া ও আশির্বাদ একান্তভাবে প্রত্যাশা করেছেন তৃষা দাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!