1. admin@pathagarbarta.com : admin :
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজারে শিশু কানন বিদ্যালয় পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত স্বরূপচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির স্মৃতিচারণ অনুষ্টান সরকারি নিবন্ধন পেল নবীগঞ্জের সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ পরিদর্শন   নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’ আয়োজিত মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত  মৌলভীবাজারে ইউনাইটেড ক্লাব ২০২৫-২০২৭ কার্যকরী পরিষদ গঠন লন্ডনে নন্দন আর্টসের আয়োজনে গজল নাইট ২০২৫’ অনুষ্ঠিত সিলেটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত শ্রীমঙ্গলে বিশ্বসাহিত্য কেন্দ্রের চারদিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু হচ্ছে কাল নিলফামারীর মুক্তিযোদ্ধা দেলওয়ার রহমান গ্রন্থাগারের উদ্যোগে সান্ধ্যকালীন সাহিত্য আড্ডা 

জমজমাট বই মেলা, বই কিনছে তরুণ-তরুণীরা

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

মোঃ ইসমত দ্দোহা (স্টাফ রিপোর্টার): “পড়ি বই গড়ি দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ “,এই স্লোগান নিয়ে চলছে বই মেলা -২০২৩, বাংলা একাডেমি আয়োজিত একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে মাস ব্যাপি বই মেলার ১২ তম দিনে এসে জমে উঠেছে প্রাণের অমর একুশে বই মেলা।গত দুই বছর কভিড পরিস্থিতি ‘র কারনে সীমিত পরিসরে বই মেলা আয়োজন করা হলেও তা ছিলো প্রাণহীন ভয় আতংক নিয়ে উপস্থিতি।

কিন্তু এবার সব ধরনের আশংকা উড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী মেলা প্রাঙ্গনে এসে বই মেলা উদ্বোধন করেন। তারপর থেকেই জমজমাট হয়ে উঠেছে বই মেলা, নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে প্রয়োজনীয়। মেলায় প্রবেশের মুখে নিরাপত্তা গেইট দিয়ে সারিবদ্ব ভাবে দর্শনার্থীদের প্রবেশের সময় আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক পাহারায়। প্রয়োজনে করছে নিরাপত্তা চেকআপ, এতে অবশ্য কেউ বিরক্ত হচ্ছে না হাসিমুখে সহযোগিতা করছে সবাই।

প্রবীণ লেখকদের পাশাপাশি নবীন লেখকদেরও প্রচুর বই প্রকাশিত হয়েছে এবারের বই মেলায়।নবীন লেখকদের উৎসাহ দিতে মেলায় আসছেন পরিবারের সদস্য, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও সহপাঠীরা। ভার্সুয়াল এই যুগে নিজেদের মাঝে যোগাযোগ করে দলবদ্ধভাবে মেলায় আসছে দেশের বিভিন্ন প্রান্ত হতে সহপাঠীরা। সাহিত্যাদেশ স্টলে গিয়ে দেখা গেলো এক অভূতপূর্ব দৃশ্য, লেখিকা মরিয়ম জাহানকে শুভেচ্ছা জানাতে ছুটে এসেছে ২০০১ ব্যাচের এসএসসি বন্ধুরা। দীর্ঘদিন পর মেলা উপলক্ষে দেখা হওয়ার ফলে সবাই আবেগপ্রবণ হয়ে একে অন্যের সাথে স্মৃতিচারণ করছে ছাএ জীবনে মেলায় আনন্দ করার দিনগুলি নিয়ে। গল্প আড্ডা ‘র মাঝে বন্ধুকে উৎসাহ দিতে কিনছে বই।

তবে আশাজাগানিয়া বিষয় হচ্ছে স্মার্টফোন হাতে নিয়ে মেলায় আসলেও উল্লেখযোগ্য হারে তরুণ – তরুণীরা কিনছে বই, পড়ছে বই।বিশেষ করে নারী তরুণ লেখক ও তরুনীদের পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গণ। তরুনীদের পদচারণায় বসন্তের আগেই মেলায় বইছে বসন্ত বাতাস, মেলায় দিয়েছে নতুন প্রাণ।

গত এগারো দিনে মেলায় এসেছে উল্লেখযোগ্য বেশ কিছু বই, সাংবাদিক নঈম নিজামের “খোয়াজ খিজিরের চশমা, সাংবাদিক সৈয়দ বোরহান কবির এর “করোনাকাল রাজনীতি ও দুর্নীতি, অভিনেত্রী আশনা হাবীব ভাবনার, ডানপন্হী কবিতারা, মরিয়ম জাহানের ” কাংখিত প্রত্যুষের প্রতীক্ষায়, শেষ অধ্যায়ের প্রতিশ্রুতি অক্ষুন্ন রেখো, ফারজানা ইলা ‘র, শব্দ দহন তৃতীয় উপাখ্যান ইত্যাদি।
বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের তথ্য অনুযায়ী গতকাল অমর একুশে বই মেলার এগারোতম দিনে নতুন বই প্রকাশ পেয়েছে ১৯১ টি। প্রকাশিত বইগুলোর মধ্যে গল্পের বই ২১ টি, উপন্যাস ৩২, প্রবন্ধ. ৯,কবিতা ৫১,গবেষণা ৩,ছড়া ৬,শিশুসাহিত্য ৯,আত্মজীবনী ৪,রচনাবলী ২,মুক্তিযুদ্ধ ভিওিক ২,নাটক ১, বিজ্ঞান বিষয়ক ৫,ভ্রমন ২,ইতিহাস ৬, রাজনীতি ২,চিকিৎসা / স্বাস্থ্য বিষয়ক ৪, বঙ্গবন্ধু বিষয়ক ৩,রম্য ২, ধর্মীয় ১,সায়েন্সফিকশন ৬ ও অন্যান্য ২০ টি বই। গত ১১ দিনে মেলায় নতুন বই এসেছে ১ হাজার ২১৬ টি।

তবে মেলায় আগত সাহিত্য প্রেমিদের কাছে খাবার হোটেল স্টল বরাদ্দের ফলে হৈচৈ, যএতএ ময়লা আবর্জনা ফেলে রাখার বিষয়টি বিরক্তিকর ও দৃষ্টিকটু মনে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!