জীবন ভর হেঁটে চল
তুলসী দেবী
জীবন ভর হেঁটে চলি
নেই জীবনের অলি-গলি
পায়ে পায়ে শুধু ধূলিময় পলি।
দু’চোখ ভরা স্বপ্ন ছিল,
খুশি খুশি আমেজ;
মুখটি ছিল জ্যোৎস্না মাখা
গল্প পাতা মেঝ।।
ভয় ছিল না জানাশোনা,
কষ্ট ছিল উটকা;
হঠাৎ করে বদলে গিয়ে,
মনটা হল ছুটকা।।
স্বপ্ন গুলো চাপা পরে,
ইচ্ছে গুলো মরে।
ডানাভাঙ্গা পাখি তবে উড়বে কি করে?
আনকা পথে হালফিল,
সুদূর দেশে চলি।
জীবনভরা স্বপ্নগুলা দিয়ে দিলাম বলি!
পায়ে পায়ে শুধু ধূলিময় পলি।……..
লেখক : নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি (হবিগঞ্জ), পাঠাগার বার্তা।
Leave a Reply