হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৭ নং করগাঁও ইউনিয়নের করগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য, মধুসূদন রায় [নবীগঞ্জ উপজেলার এককালের বিশিষ্ট ব্যক্তিত্ব বাবু গগন চন্দ্র রায়ের (গগন দারোগা) পুত্র] গতকাল বুুুুধবার দিবাগত রাত ৩ ঘটিকায় মৃত্যু বরন করেন। দিব্যান্ লোকান্ স গুচ্ছতু। আজ দুপুর ২ ঘটিকায় তাঁর সম্মানে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিউগলের করুন সুরে গার্ড অব অনার প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ, ৭ নং করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, বীর মুক্তিযোদ্ধা রামজয় দাশ, সিলেট মহানগর যুবলীগ নেতা টিটু চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রত্নদীপ দাস রাজু, সঞ্চয় রায়, সুবির রায়, মশিউর রহমান টিটু, রাগিব আহমেদ, মুক্তিযোদ্ধার সন্তান গোপাল সরকার প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা মধুসূদন রায়ের অন্তেষ্টিক্রিয়া হালিতলা-তামাসপুর শশ্বানঘাটে সম্পন্ন করা হয়। অন্তেষ্টিক্রিয়ায় পৌরহিত্য করেন শ্রী রঞ্জন চক্রবর্তী।
Leave a Reply