1. admin@pathagarbarta.com : admin :
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পোয়েটস ক্লাবের দুইদিনব্যাপী সাহিত্য পর্যটন মিশন মহেশখালী কক্সবাজার ৮ ও ৯ নভেম্বর নবীগঞ্জে শারদ সংকলন ‘আনন্দময়ীর আগমনে’ প্রকাশিত স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগারের উদ্যোগে পাঠ প্রতিক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত সৌম্যেন অধিকারীর কণ্ঠে রাণী দ্বিতীয় এলিজাবেথ স্মরণে প্রথম বাংলা গান মিডল্যান্ডস সাহিত্য ও সংস্কৃতি পরিষদ ইউকে সভায় বার্মিংহামে বিজয় দিবস পালনের সিদ্ধান্ত লেখা আহবান ইউকের বাংলা রিপোর্টার্স ইউনিটির সভা অনুষ্ঠিত “রাষ্ট্র সংস্কারে পাঠাগারের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত “রাষ্ট্র সংস্কারে পাঠাগারের ভূমিকা” শীর্ষক সেমিনার লন্ডনে আনন্দ ও উৎসবে দ্বাদশ বাংলাদেশ বইমেলা এবং সাহিত্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

পাঠাগার প্রেমি কাজী ইমদাদুল হক খোকনের আজ জন্মদিন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৩৩৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার : কাজী ইমদাদুল হক খোকন পাঠাগার আন্দোলনের একজন আন্তপ্রাণ মানুষ। সারাদেশে ব্যক্তি ও বেসরকারিভাবে গড়ে ওঠা পাঠাগারে বই পাঠিয়ে সেগুলোকে সমৃদ্ধ করা যেন তাঁর দায়িত্বের মধ্যে পড়ে। অনেকটা শখের বশেই তিনি পাঠাগার নিয়ে কাজ করছেন।

সাদা মনের মানুষ কাজী ইমদাদুল হক খোকনের জন্ম ১ এপ্রিল ১৯৫৬ সালে ময়মনসিংহে কিন্তু বাড়ি শরীয়তপুর জেলায়। পড়াশোনা করেছেন বাংলাদেশ রেলওয়ে সহকারী উচ্চ বিদ্যালয় (কেওয়াটখালী, ময়মনসিংহ), আনন্দ মোহন কলেজ (ময়মনসিংহ) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। কর্ম জীবনে প্রথমে খাদ্য মন্ত্রণালয় ও পরবর্তীতে উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয় থেকে অবসর গ্রহণ করেন।

অবসর নেওয়ার পর থেকেই সারাদেশের পাঠাগার কর্মীদের সাথে স্ব উদ্যোগে নিজ অর্থায়নে বই কিনে কোরিয়ার করে পাঠাচ্ছেন পাঠাগারের ঠিকানায়। এই পর্যন্ত তিনি যে সকল পাঠাগারে বই উপহার দিয়েছেন তার একটি তালিকা দেওয়া হলো : (১). রানীগঞ্জ পাঠাগার, ত্রিশাল, ময়মনসিংহ, (২)নারায়ণ মিস্ত্রি পাঠাগার, ঝালকাঠি, (৩) গ্রন্থকুটির রাজারহাট, কুড়িগ্রাম, (৪) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পাঠাগার, পঞ্চগড় সদর, (৫) জাগ্রত অসীম পাঠাগার, ফুলবাড়িয়া, ময়মনসিংহ, (৬) সুলতানা রাজিয়া পাঠাগার, সাদুল্লাপুর, গাইবান্ধা, (৭)টেন বুক লাইব্রেরী, সরিষাবাড়ী, জামালপুর, (৮) আমজাদ হোসেন জ্ঞানদীপ পাঠাগার, গংগাচড়া রংপুর, (৯) আবেদ আলী স্মৃতি গ্রন্থাগার, গাবতলী, বগুড়া, (১০) বঙ্গবন্ধু স্মৃতি গণগ্রন্থাগার, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, (১১) ঘোষকামতা গণ পাঠাগার, সোনাইমুড়ি, নোয়াখালী, (১২) আদর্শ পাঠাগার ও স্বেচ্ছাসেবী সংগঠন, ফরিদপুর সদর, (১৩) প্রজন্ম গাজীপুর সদর, (১৪) মাইদা সরাপাড়া প্রজন্ম পাঠাগার, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, (১৫) মোখলেছুর রহমান খান জনকল্যাণ পাঠাগার, পূর্বধলা, নেত্রকোনা, (১৬) তারাপদ বৈরাগী স্মৃতি পাঠাগার, কয়রা, খুলনা, (১৭) আব্দুস সোবাহান জুয়েল, কুড়িগ্রাম সদর, (১৮) রমজান আলী ইমন বৃক্ষ, পাবনা সদর (১৯) মুক্তিযোদ্ধা দেলোয়ার রহমান গ্রন্থাগার, কিশোরগঞ্জ, নীলফামারী, (২০) শ্রীশ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশন পাঠাগার, মঠবাড়িয়া পিরোজপুর, (২১) নব্দীগঞ্জ গণগ্রন্থাগার, রংপুর, (২২) এবাদুল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও পাঠাগার, ইন্দুরকানী পিরোজপুর, (২৩) মজুমদার পাবলিক লাইব্রেরী, চৌদ্দগ্রাম, কুমিল্লা, (২৪) স্বাধীন চিরকূট, কুমিল্লা, (২৫) বাতিঘর আদর্শ পাঠাগার টাঙ্গাইল সদর (২৬) জ্ঞানগৃহ গ্রামীণ গণগ্রন্থাগার সাটুরিয়া মানিকগঞ্জ (২৭)দক্ষিণ আইচা গণগ্রন্থাগার, চরফ্যাশন ভোলা (২৮) 71 পাঠাগার উলিপুর কুড়িগ্রাম(২৯) ফরিদা ওসমান স্মৃতি পাঠাগার চৌদ্দগ্রাম কুমিল্লা(৩০) আবুল কাশেম মোল্লা গণ পাঠাগার চৌদ্দগ্রাম কুমিল্লা(৩১)বোয়ালী মুক্তিযোদ্ধা পাবলিক লাইব্রেরী সখিপুর টাঙ্গাইল(৩২) সৈয়দ জুনাব আলী ও আনোয়ারা সাংস্কৃতিক কেন্দ্র পাঠাগার কুলাউড়া মৌলভীবাজার(৩৩) স্বপ্নপূরণ লাইব্রেরী মুক্তাগাছা ময়মনসিংহ পাঠাগার (৩৪) চুনগড় পাঠাগার কুলাউড়া মৌলভীবাজার(৩৫) স্টেশন পাঠাগার তারাকান্দি জামালপুর (৩৬)স্টেশন পাঠাগার ময়মনসিংহ (৩৭)আলতাফ উদ্দিন ইসলামী স্মৃতি পাঠাগার পাকুন্দিয়া কিশোরগঞ্জ(৩৮) শেখ রাসেল স্মৃতি পাঠাগার আলফাডাঙ্গা ফরিদপুর(৩৯) বীর মুক্তিযোদ্ধা ডক্টর খসরুজ্জামান চৌধুরী পাঠাগার বিয়ানীবাজার সিলেট(৪০) আধুনিক গণগ্রন্থাগার যশোর সদর (৪১) অগ্নিবীণা পাঠাগার কোম্পানীগঞ্জ নোয়াখালী(৪২) আলহাজ্ব শেখ আব্দুর রহমান গণগ্রন্থাগার সরাইল ব্রাহ্মণবাড়িয়া(৪৩) বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ পাঠাগার কুমিল্লা সদর (৪৪) জীবন তরী পাঠশালা জলঢাকা নীলফামারী (৪৫)ভোরের শালিক গ্রন্থাগার কিশোরগঞ্জ নীলফামারী (৪৬)সাতটা গ্রন্থনীড় উলিপুর কুড়িগ্রাম (৪৭)বন্ধু পাঠাগার উলিপুর কুড়িগ্রাম (৪৮) আলোর দিশা পাবলিক লাইব্রেরী ঠাকুরগাঁও সদর(৪৯) অগ্রদূত স্মৃতি পাঠাগার বগুড়া সদর (৫০) মোজাম্মেল হক জনকল্যাণ পাঠাগার নেত্রকোনা সদর (৫১) স্বপ্ন সন্ধি গ্রন্থাগার, নেত্রকোনা সদর (৫২) ইলিয়াস গ্রন্থাগার মঠবাড়িয়া পিরোজপুর (৫৩) ওসফিয়া তালুকদার ময়মনসিংহ সদর (৫৪)আরিফা আক্তার পাটগ্রাম লালমনিরহাট (৫৫)উত্তর হলই পট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয় গোসাইরহাট শরীয়তপুর (৫৬)নাগেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গোসাইরহাট শরীয়তপুর (৫৭)কেউর ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ডামুড্যা শরীয়তপুর (৫৮) ইয়ামিন নীলফামারী সদর (৫৯) ফয়সাল রানা মুক্তাগাছা ময়মনসিংহ,(৬০) মুক্তধারা সাহিত্য সংসদ, মাদারগঞ্জ জামালপুর, (৬১) গানের ভুবন পাঠাগার, হাজারীবাগ ঢাকা (৬২)জামাল হক স্মৃতি পাঠাগার ও যুব ক্রীড়া ক্লাব কুমিল্লা সদর (৬৩) জ্ঞানালোক গ্রন্থাগার রংপুর সদর (৬৪)জ্ঞান তীর্থ গ্রন্থাগার কিশোরগঞ্জ সদর(৬৫) নাজিরপুর জনকল্যাণ পাঠাগার পাবনা সদর (৬৬)বন্ধন পাঠাগার ফরিদপুর সদর, (৬৭) পন্ডিত কামিনীকুমার পাঠাগার কাউখালী পিরোজপুর(৬৮) বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার, নবীগঞ্জ, হবিগঞ্জ, (৬৯) কৃষ্ণকুমারী দেবী গণগ্রন্থাগার, নবীগঞ্জ, হবিগঞ্জ, (৭০) শামসুদ্দিন স্মৃতি পাঠাগার, কালিহাতী টাঙ্গাইল, (৭১) আয়েশা সিদ্দিকা শনির আখড়া ঢাকা (৭২) আলোর বিচ্ছুরণ পাবলিক লাইব্রেরী চকরিয়া কক্সবাজার (৭৩) ক্যাডেট এমদাদ শাকিব সাতকানিয়া চট্টগ্রাম (৭৪) হামিদা বেগম অর্পি খালিশপুর খুলনা (৭৫) শহীদ শুকলাল প্রামানিক পাঠাগার নাটোর সদর (৭৬)আরোহী আরো গৌরনদী বরিশাল, (৭৭) হিলফুল ফুজুল কুতুবখানা নকলা শেরপুর (৭৮) পুড়াপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থাগার, নগরকান্দা, ফরিদপুর, (৭৯) দেওয়ানজী কান্দি দক্ষিণ পাড়া জামে মসজিদ পাঠাগার, মতলব উত্তর চাঁদপুর (৮০) সিফাত আহমেদ পাঠাগার, মতলব উত্তর চাঁদপুর, (৮১) ইচ্ছের বইঘর মুক্তাগাছা ময়মনসিংহ, (৮২) স্বপ্নবিলাস অ্যাসোসিয়েশন ত্রিশাল ময়মনসিংহ, (৮৩) সাজিয়া আফরিন দিনাজপুর (৮৪)রফিকুজ্জামান আকিব খালিশপুর খুলনা (৮৫)আবুল কালাম আজাদ প্রধান শিক্ষক বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয় কেওয়াটখালী ময়মনসিংহ (৮৬) মিজান পাবলিক লাইব্রেরী চিরিরবন্দর দিনাজপুর পাঠাগার (৮৭) প্রয়াস পাঠাগার গাইবান্ধা সদর (৮৮) পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ গাইবান্ধা সদর। মোট পাঠাগার ৮৮ টি এরমধ্যে ব্যক্তিগত পাঠাগার ৬ টি স্কুল পাঠাগার ৪ টি। বিভিন্ন পাঠাগারে প্রদেয় মোট বইয়ের সংখ্যা প্রায় ৮০০০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!