নান্দাইল প্রতিনিধি (ময়মনসিংহ) : বইপড়া আন্দোলন নান্দাইল ময়মনসিংহ আয়োজনে বার্ষিক শিক্ষা সফর ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার পর্যটন কেন্দ্রসমূহে নানান কর্মসূচিতে এই আয়োজন সম্পন্ন হয়৷
বিভিন্ন পাঠাগার ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গের উপস্থিতিতে সকাল ৮টার নান্দাইল চৌরাস্তা থেকে পর্যটকবাহী বাসটি দুর্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। সেখানে বিরিশিরি কালচারাল একাডেমি, বিজিবি ক্যাম্প, জিরো পয়েন্ট, কমলার পাহাড়, বিজয়পুর চীনা মাটির পাহাড় পরিদর্শন ও দুপুরের ভোজনপর্ব শেষে পাহাড়ের পাদদেশে লেকের পাশে মনোরম পরিবেশে পাঠচক্রে মিলিত হয়। এর আগে স্থানীয় পথশিল্পীর সাথে সঙ্গীতেও মেতে উঠেন পর্যটকরা।
পথ পাঠাগারের আমন্ত্রণে পাটচক্রে অংশ গ্রহন ও সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তারা বই পড়ার উপর জোর দিয়ে বলেন, নান্দাইলে বইপড়া আন্দোলনের সাথে সম্পৃক্ত সবাইকে উদ্দেশ্য করে বলছি আপনারা পাঠক তৈরিতে আরও সহায়ক ভূমিকা পালন করেন। নান্দাইলসহ সকল বেসরকারি পাঠাগারে একজন করে গ্রন্থাগারিক নিয়োগ দানের জন্য সরকারের প্রতি দাবি জানান বক্তারা।
এসময় বক্তব্য ঈশ্বরগঞ্জের অন্বেষা পাঠাগারের সভাপতি তাহেরুন ইসলাম, নান্দাইল উপজেলা শাখার সভাপতি এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, সাংবাদিক ও নান্দাইল উপজেলা জাসদ সভাপতি এ হান্নান আজাদ, আলোর দিশারী পাঠাগারের সভাপতি হাফেজ শরিফুল হক, গ্রন্থকুঠির পাঠাগারের সভাপতি সুফি আব্দুল্লাহ, দুর্গাপুরের পথ পাঠাগারের সভাপতি নাজমুল হুদা সারোয়ার নান্দাইল হেল্পলাইনের এডমিন মোঃ জুয়েল মিয়া প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন নারী সাংবাদিক ইসমত আরা বেগম, আলোর দিশারী পাঠাগারের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন শ্যামল, পাঠাগার সংগঠক তানজির হোসেন, নান্দাইল প্রেসক্লাব পাঠাগারের সদস্য সাংবাদিক ফরিদ মিয়া, নান্দাইল হেল্পলাইন এবং পাঠাগার প্রতিনিধিদের পরিবারবর্গসহ নানান পেশাজীবি মানুষজন।
Leave a Reply