ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার অন্বেষা পাঠাগার কর্তৃক আয়োজিত ‘গুণীজন সংবর্ধনা ও ঈদ পুনমিলনী’ গতকাল ৯ জুন সোমবার সকালে মাইজবাগ পাঁচপাড়া উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়।
অ্যাডভোকেট শাহ্ মাসুদ হোসেনের সভাপতিত্বে গুণীজন সংবর্ধনায় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম ভেটেরীনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপদেষ্টা অন্বেষা পাঠাগার প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মো: আমিরুল ইসলাম ভূঞা মনি। মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অন্বেষা পাঠাগার সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঈশ্বরগঞ্জ উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ, কাচামাটিয়া রক্তদানে আমাাদের মাইজবাগ, বই পড়া আন্দোলন, অন্বেষা পাঠচক্র, স্কুল, কলেজে কলেজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ছাত্র-ছাত্রীবৃন্দ। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপন, জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক বই পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে সনদ বিতরন করা হয়।
Leave a Reply