1. admin@pathagarbarta.com : admin :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ বাংলাদেশের অনন্য মডেল পাঠাগার  – মোহাম্মদ শাহনেওয়াজ  ইউনিটি অব মৌলভীবাজার এর সম্মেলন ২০২৫ সফলভাবে সম্পন্ন ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’- আলো ছড়াচ্ছে জাতীয়ভাবে – সোয়েব আহমেদ স্থানীয় সরকারের সার্কেল পঞ্চায়েত ও সরপঞ্চ বিষয়ক স্মারকগ্রন্থ কালের অভিজ্ঞান-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত  অন্বেষা পাঠাগারে গুণীজন সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বৈরী আবহাওয়া উপেক্ষা করে পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার ১৫তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত  জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কবিগুরু ও নবীগঞ্জের দাশগুপ্ত জমিদার পরিবার-রত্নদীপ দাস (রাজু) কবি আজিজুল আম্বিয়ারের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচম অনুষ্ঠিত 

স্থানীয় সরকারের সার্কেল পঞ্চায়েত ও সরপঞ্চ বিষয়ক স্মারকগ্রন্থ কালের অভিজ্ঞান-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত 

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৭৮ বার পঠিত
স্টাফ রিপোর্টার: ব্রিটিশ শাসনামলের বৃহত্তর শ্রীহট্ট/সিলেট জেলার (বর্তমান সিলেট বিভাগ) নবীগঞ্জ থানার ৩৯ নং সার্কেল পঞ্চায়েতের সহোদর সরপঞ্চ, ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের স্থানীয় সংগঠক এবং এককালের সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রীমান সনাতন দাস ও শ্রীমান দীননাথ দাস স্মারকগ্রন্থ কালের অভিজ্ঞান-এর মোড়ক উন্মোচন ও পাঠপ্রতিক্রিয়ার বই বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। আজ বুধবার (১১ জুন) বিকালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামের ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ এর সনাতন-দীননাথ পাঠকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্টের সভাপতি ও অবসরপ্রাপ্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা রত্না দাশের সভাপতিত্বে স্মারকগ্রন্থ কালের অভিজ্ঞান-এর মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-কলেজ পরিদর্শক মো: সোয়েব আহমেদ। সভার শুরুতে শ্রীমান সনাতন দাস ও শ্রীমান দীননাথ দাস এঁর স্মরণে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়। সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক রত্নদীপ দাস (রাজু) সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছাইম উদ্দিন, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের লাইব্রেরিয়ান মো: মোতাহের তরফদার, হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল করিম চৌধুরী জানু, নবীগঞ্জ উপজেলা স্কুলের অধ্যক্ষ কাঞ্চন বণিক উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) সাকিল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের উপদেষ্টা রাসমোহন দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আইডিয়াল ল্যাবরেটরী হাইস্কুলের সভাপতি সলিল বরণ দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম এম মুজিবুর রহমান প্রমুখ।
বক্তাগণ বলেন- শ্রীমান সনাতন দাস ও শ্রীমান দীননাথ দাস তাঁদের জীবনের বড় একটা অংশ জনসেবায় নিয়োজিত ছিলেন। স্থানীয় সরকারের সার্কেল পঞ্চায়েতের সরপঞ্চ, স্বদেশী আন্দোলন, এলাকার সাংস্কৃতিক ঐতিহ্য সুসংহত রাখতে তাঁদের ভূমিকা তাঁদের ব্যক্তি সত্ত্বাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। এসব সুমহান কর্ম সনাতন-দীননাথ ভাতৃদ্বয়কে অমর করে রেখেছে। তাইতো জাগতিক মৃত্যুর এতো বছর পরও তাঁরা এখনও জীবন্ত স্বমহিমায়।
উল্লেখ্য যে, স্মারকগ্রন্থ কালের অভিজ্ঞান প্রবীণ সাংবাদিক ও লেখক মতিয়ার চৌধুরী ও দক্ষ সম্পাদনা পর্ষদের দ্বারা সম্পাদিত একটা গবেষণা কর্ম। সম্পাদনা পর্ষদের সদস্যগণ হলেন- লেখক ও সাংবাদিক শাহ্ আতিকুল হক কামালী, কবি ও সাংবাদিক মোহাম্মদ গোলাম কিবরিয়া, লেখক, গবেষক ও ব্লগার সামসুল আমিন, সংগঠক ও সমাজকর্মী জার্নেল চৌধুরী জনি, সাংবাদিক ও গীতিকার মুজিবুর রহমান মুজিব, লেখক ও গবেষক রত্নদীপ দাস রাজু। উক্ত স্মারকগ্রন্থে শ্রীমান সনাতন দাস ও শ্রীমান দীননাথ দাস এর জীবনীর পাশাপাশি বৃহত্তর সিলেটের ১২০ জন সার্কেল পঞ্চায়েতের সরপঞ্চ ও সহকারী সরপঞ্চ (সরপঞ্চায়েত/মেম্বার) সংক্ষিপ্ত জীবনী সন্নিবেশিত হয়েছে। এর পূর্বে স্থানীয় সরকার ব্যবস্থার ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান ও সরপঞ্চদের জীবনী নিয়ে সেরকম কোন গ্রন্থ প্রকাশিত হয়নি। স্মারকগ্রন্থ কালের অভিজ্ঞান বৃহত্তর সিলেটের স্থানীয় সরকার ব্যবস্থার এক অনন্য নিদর্শন হয়ে থাকবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কাজল দাশ, গ্রন্থাগার পরিচালনা পর্ষদের সদস্য গৌতম দাশ, পাঠক ফোরামের সভাপতি দেবাশীষ দাশ রতন, সাংগঠনিক সম্পাদক পার্থ দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক জয় দাশ, সদস্য সাগর দাশ, জনি দাশ, অনিক দাশ, গোপাল দাশ জিৎ, দীপ শেখর দাশ, ক্রীড়া ফোরামের সাধারণ সম্পাদক রিপন দাশ প্লাবন ও পাঠকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!