আরিফুর রহমান আরিফ (স্টাফ রিপোর্টার) : গাইবান্ধার সুন্দরগঞ্জে ঐতিহ্যবাহী উত্তরণ পাঠাগারের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাখিফুজ্জামানকে সভাপতি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী সুজন বসুনীয়াকে সাধারণ সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মুজতাহিদ হাসান রাফিকে অর্থ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।
আজ উত্তরণ পাঠাগারের সকল পরিষদের যৌথ সভায় এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির প্রবীণ উপদেষ্টা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান মিলন , গাইবান্ধা সরকারি কলেজের তুহিন তাওফিক, সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাজ্জাদ হোসাইন সাগর, যুগ্ম-সাধারণ সম্পাদক স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির মুসফিকুর রহমান মাসুক, পাঠচক্র সম্পাদক চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের মিনহাজুল মিশুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক্তেকার জাহান লিজা, সমাজকল্যাণ সম্পাদক হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নুসরাত অর্থী , শিক্ষা সম্পাদক রংপুর মেডিকেল কলেজের রাকিব হাসান নিরব, নির্বাহী সদস্য ঢাবি শিক্ষার্থী তাজুল ইসলাম, রংপুর সরকারি কলেজের রবিউল ইসলাম আসাদ,ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গোলাম রাব্বানী সাগর এবং রাবির বিকাশ চন্দ্র শীল। এসময় উপস্থিত ছিলেন উত্তরণ পাঠাগারের উপদেষ্টা পরিষদ ও স্থায়ী পরিষদ এর সদস্যগণ।
উল্লেখ্য, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় অবস্থিত শিক্ষাক্ষেত্রে কাজ করা সর্ববৃহৎ সংগঠন উত্তরণ পাঠাগার। সমাজসেবা ও জাতীয় গ্রন্থকেন্দ্রে নিবন্ধিত সংগঠনটি প্রতিষ্ঠিত হয় ২০১০ সালে । প্রতিষ্ঠার পর থেকে সেরা পাঠক সংবর্ধনা, বিজ্ঞান অলিম্পিয়াড, বিতর্ক প্রতিযোগিতা,বিষয়ভিত্তিক সেমিনার আয়োজন করে আসছেন তারা। প্রত্যন্ত অঞ্চলে শিক্ষাক্ষেত্রে কাজের স্বীকৃতিস্বরূপ ইয়ুথ এক্সিলেন্স এওয়ার্ড -২০১৮তে ভূষিত হয়েছিলো সংগঠনটি ।
Leave a Reply