হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন উপজেলা পরিষদের অনতিদূরে অবস্থিত মুক্তাহার গ্রামের ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’-এর নবনির্মিত ঘর পরিদর্শন করেন। এ সময় তাঁকে গ্রন্থাগারে স্বগত জানান গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি রত্নদীপ দাস রাজু।
এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন- ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, উপজেলা যুবলীগ নেতা ও নবনির্বাচিত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রূপায়ণ দাশ, ১নং ওয়ার্ড মেম্বার মিজানুর রহমান, ইউনিয়ন পরিষদের হিসাব রক্ষক মিঠুন রায়, ওয়ার্ড আওয়ামীলীগের নেতা নারায়ণ দাশ নারু, রিপন দাশ প্লাবন প্রমুখ। ইউএনও শেখ মহিউদ্দিন ও চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা এসময় মুক্তাহার গ্রামের একটা ভাঙ্গা কালভার্ট পরিদর্শন করেন।
Leave a Reply