স্টাফ রিপোর্টার : জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সারাদেশের বেসরকারি গ্রন্থাগার গুলোর সক্ষমতা, বর্তমান অবস্থা এবং সমগ্র দেশের বেসরকারি গ্রন্থাগার গুলোর একটি সার্বিক চিত্র তুলে আনার জন্য ৩৬ টি জেলার ১৪৪ টি গ্রন্থাগারে জরিপ কার্যক্রম পরিচালিত হবে। এ জরিপ কার্যক্রমে ডাটা কালেক্টর হিসেবে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ৯ জন শিক্ষার্থী।
৯ জন ডাটা কালেক্টর বা তথ্য সংগ্রাহকদের ওরিয়েন্টেশন জাতীয় গ্রন্থকেন্দ্রে আজ অনুষ্ঠিত হয়। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুরের সভাপতিত্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর, বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত সচিব অসীম কুমার দে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক কাজী মোস্তাক গাউসুল হক।
Leave a Reply