স্টাফ রিপোর্টার : ভূপর্যটক রামনাথ বিশ্বাস স্মরণে সেমিনার ‘ভূপর্যটক রামনাথ বিশ্বাস : বিশ্বজোড়া পাঠশালা তাঁর’ আগামীকাল বিকেল পাঁচটা রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র (২য় তলা, রুম নম্বর: ১০৩) অনুষ্ঠিত হবে। এর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইতিহাস গবেষক আহসানুল কবীর। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও লেখক মফিদুল হক, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং লেখক ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জালাল আহমেদ। সভাপতিত্ব করবেন ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটির আহ্বায়ক আশরাফুজ্জামান উজ্জ্বল, সঞ্চালনা করবেন যুগ্ম আহ্বায়ক রুমা মোদক, স্বাগত বক্তব্য রাখবেন যুগ্ম আহ্বায়ক শাহেদ কায়েস, শুভেচ্ছা বক্তব্য রাখবেন সাংবাদিক দেবব্রত চক্রবর্তী বিষ্ণু ও ভূপর্যটক রামনাথ বিশ্বাস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক টিপু চৌধুরী। রামনাথ বিশ্বাসকে নিয়ে নিজের লেখা গান নিজেই গেয়ে শোনাবেন বাউল বশিরউদ্দিন সরকার।
Leave a Reply