বেলাল হোসেন (গাইবান্ধা জেলা প্রতিনিধি) : গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের ছান্দিয়াপুর গ্রামে অবস্থিত সুলতানা রাজিয়া পাঠাগার আজ পরিদর্শন করেন সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: আব্দুল জলিল। এ-সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: আব্দুল গফুর মিয়া, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সমাজসেবক রেজোয়ান সরকার, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এর অঙ্গ ও সংযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শন কালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি পাঠাগারের কার্যক্রমের প্রশংসা করেন। প্রতিষ্ঠানটির কার্যক্রম গ্রামের সকল ছাত্র-ছাত্রী জন সাধারনের জ্ঞান প্রকাশ সহ সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করেন। প্রতিষ্ঠানটি আরও বড় আকারে প্রকাশ পাওয়া অবশ্যক মনে করেন। সেই সাথে সরকারী আর্থিক অনুদান পাওয়ার যোগ্য মনে করে সার্বিক উন্নতি কামনা করেন। জীবনের জন্য, জীবনের সফলতার জন্য এবং মানব সভ্যতার বিকাশের জন্য প্রয়োজন বই। বই পড়তে হবে, বই লিখতে হবে এবং বইয়ের সঙ্গে করতে হবে মিতালি। বই আমাদের জীবনের পরম বন্ধু। বই পড়লে জীবনের পরতে পরতে এর প্রভাব লক্ষ করা যায়।
Leave a Reply